Title
To apply for BTCL prepaid services visit: https://mybtcl.btcl.gov.bd/login
Details
BTCL এর গ্রাহকগণ ঘরে বসে My BTCL পোর্টালের (http://mybtcl.btcl.gov.bd) মাধ্যমে পছন্দের প্যাকেজটি সিলেক্ট করে আবেদন করতে পারবেন এবং BTCL জামানত ছাড়াই গ্রাহকদের স্বল্প সময়ের মধ্যে প্রিপেইড টেলিফোন ও উচ্চ গতির GPON ইন্টারনেট সংযোগ প্রদান করবে ।BTCL এর প্রিপেইড গ্রাহকগণ নির্দিষ্ট প্যাকেজের মাধ্যমে পাবেন BTCL to BTCL আনলিমিটেড ও অন্যান্য অপারেটরে স্বল্প খরচে কথা বলার সুযোগ এবং স্বল্প খরচে উচ্চ গতির GPON ইন্টারনেট ব্যবহার এর সুবিধা ।My BTCL পোর্টালে আবেদনের মাধ্যমে BTCL Prepaid গ্রাহকগণ কোনো ধরনের অতিরিক্ত চার্জ ছাড়াই যে কোনো পরিমাণ টাকা Nagad, Bkash এবং যে কোনো Bank কার্ড এর মাধ্যমে রিচার্জ করতে পারবেন।
বিটিসিএল এর প্রিপেইড সেবার আবেদন করতে ভিজিট করুনঃ